মূল্যবোধ ইস্যুতে যেকোনো প্লাটফর্মে কথা বলতে প্রস্তুত আছি
একটা ডিসক্লেইমার দেয়া জরুরী মনে হচ্ছে রাজনৈতিকভাবে আমি কোন দলের অনুসারী নই; ছোটবেলা থেকেই ছিলাম না। ক্লাস নাইন থেকে তাবলীগের ঈমানী মেহনাতের সাথে জড়িত। চিল্লায় গিয়েছি দুই বার (মেট্রিক, ইন্টারমিডিয়েট পরীক্ষার পর)। ঢাকা কলেজের সাউথ হোস্টেল ও ঢাবি’র ফজলুল হক…
একটা ডিসক্লেইমার দেয়া জরুরী মনে হচ্ছে
রাজনৈতিকভাবে আমি কোন দলের অনুসারী নই; ছোটবেলা থেকেই ছিলাম না। ক্লাস নাইন থেকে তাবলীগের ঈমানী মেহনাতের সাথে জড়িত। চিল্লায় গিয়েছি দুই বার (মেট্রিক, ইন্টারমিডিয়েট পরীক্ষার পর)। ঢাকা কলেজের সাউথ হোস্টেল ও ঢাবি’র ফজলুল হক হলে পুরো সময় তাবলীগের সাথে জড়িত ছিলাম। ঢাবির হলের এক্সটেনশনের জিম্মাদার হিসেবেও দায়িত্ব দিয়েছিলেন সিনিয়র সাথী ভাইয়েরা।
.
নিজের মুসলিম পরিচয়ের জন্য তৃপ্তি অনুভব করি। বর্তমান সময়ের এলজিবিটি/সমকামিতা আইডেন্টিটি মুভমেন্ট মুসলিমদের ঈমানের পরিপন্থী। আমার কয়েক বছরের পড়াশুনা, পিএইচডি ডিগ্রী, দেশের ১২+ বছরের পাবলিক হেলথ গবেষণা- বর্তমান সময়ের স কা মিতা মুভমেন্টের সাথে যোগসূত্র রয়েছে।
.
জনস্বাস্থ্য এরিয়াতে একনিষ্ঠভাবে কাজ না করলে সমকামিতা মতবাদের প্রচারের মেকানিজম বুঝা প্রায় অসম্ভব।
.
ফ্যাসিবাদের পতনের পর মত প্রকাশের স্বাধীনতা এসেছে বিধায় অনেক ধরণের রাজনৈতিক ধারার আলোচনা হচ্ছে, সামনে আরো হতে পারে।
.
আমার এক্সপার্টিজ/কনসার্ন (মুসলিম আইডেন্টিটি) কথা বলার সুযোগ থাকলে সব জায়গায় মেসেজ পৌছাতে মানসিকভাবে প্রস্তুত রয়েছি।
.
বিএনপি, জামাতে ইসলামী, চরমোনাই, বাম পার্টিসহ কোন বৈধ রাজনৈতিক বা অরাজনৈতিক দল বা সংঘটন ডাকলেও যাব। এমনকি পতিত আওয়ামী লীগ যদি আবার রাজনীতিতে ফিরে এসে আমাকে এই বিষয়ে কথা বলতে আমন্ত্রণ জানায় তাতেও রাজী আছি।
.
প্রথম আলোর মত ইসলাম বিদ্বেষী প্লাটফর্মও যদি এই বিষয়ে বিতর্কে আমন্ত্রণ জানায় সেখানে যেতেও প্রস্তুত রয়েছি।
আমার অন্তর্নিহিত অনুভূতি হচ্ছে-
দিনশেষে আমাদের আসল গন্তব্যস্থল হচ্ছে কবর, পরকাল। এই দেশের ৯০%+ মানুষ নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দেন যদিও তাদের মধ্যে মতপার্থক্য রয়েছে। ঈমানের কারণেই আমাদের মুসলিম পরিচয় এবং এ কারণেই বাংলাদেশ নামক একটি স্বাধীন দেশের জন্ম হয়েছিল। এই পরিচয় না থাকলে আমরা ভারতের নাগরিক থাকতাম।
.
মনে-প্রাণে চাই, আখেরাতে বিশ্বাসী সব মুসলিম দুনিয়া এবং আখেরাতে সাফল্যমন্ডিত হোক।
সবাই ভাল থাকবেন।