পরিবর্তিত বাংলাদেশে এনজিও ও পশ্চিমা আগ্রাসন (ভিডিও বক্তব্য)
Share via: Facebook X (Twitter) LinkedIn Print More
Share via: Facebook X (Twitter) LinkedIn Print More
Share via:
কেন এই তথ্য ডকুমেন্টেশন করা হচ্ছে? এটা ব্যক্তিগত আক্রমণ নয়; বরং তথ্য নির্ভর বিশ্লেষণ। যাদের নিয়ে তথ্য তুলে ধরা হচ্ছে, তারা সোশ্যাল মিডিয়ার জনপরিসরে বিভিন্ন ইস্যু নিয়ে প্রকাশ্যে মতামত দিয়েছেন। বিশেষ করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে শিক্ষকতার সুবাদে, তাদের বক্তব্য…
ট্রান্সজেন্ডারিজম মুভমেন্ট অনুযায়ী বায়োলজিক্যাল ছেলে এবং মেয়ের অস্তিত্বকে গুরুত্বহীন করা হয়েছে। ফলশ্রুতিতে হাজার হাজার বছর ধরে গড়ে উঠা সামাজিক সিস্টেমকে চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। সায়েন্টিফিক জার্নাল, মেডিকেল ফিল্ডের ভাষাও পরিবর্তন করে ফেলেছে ট্রান্সজেন্ডার মতাদর্শের আলোকে।
জুম্মার খুতবায় মুফতি হেমায়েতুল্লাহ সাহেব সাধারন মুসল্লিদের উপযোগী করে সম্প্রতি (১৭ নভেম্বর ২০২৩) বয়ান করেছেন। ইসলামের আলোকে হিজড়া এবং ট্রান্সজেন্ডার নিয়ে আলোকপাত করেছেন।
থ্যালাসেমিয়া অনিরাময়যোগ্য বংশগত রোগ। বাংলাদেশে প্রায় ২০ মিলিয়ন (২ কোটি) এই রোগের বাহক রয়েছে। দুই বাহকের মাঝে বিয়ে না হলে এই রোগ হবে না। অর্থাৎ ১০০% প্রতিরোধযোগ্য। থ্যালাসেমিয়া এত বড় পাবলিক হেলথ সমস্যা সত্ত্বেও এটাকে স্বীকৃতি দেয়া হয়নি!
২০২২ সালে জনসংখ্যা ও আবাসন শুমারি-২০২২–এর প্রাথমিক প্রতিবেদন অনুয়ায়ী দেশের মোট জনসংখ্যার মধ্যে হিজড়া ১২ হাজার ৬২৯ জন। রাষ্ট্রের দায়িত্বের পাশাপাশি ধর্মীয় দিক থেকেও হিজড়াদের পাশে দাঁড়ানো গুরুত্বপুর্ণ সামাজিক দায়িত্ব। মেডিকেল পরীক্ষার মাধ্যমে লিঙ্গ পরিচয় শনাক্ত করে হিজড়াদের পড়ালেখা, আবাস ও কর্মসংস্থান তৈরীতে পদক্ষেপ গ্রহণ হবে যাতে তারা দেশের দক্ষ জনবল হয়ে গড়ে উঠে। আইনের মাধ্যমে হিজড়া সম্প্রাদায়ের অধিকার নিশ্চিত হওয়া জরুরী।
গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে—ট্রান্সজেন্ডার শনাক্তকরণে কোনো মেডিক্যাল পরীক্ষানিরীক্ষা নেই (যেমন: ডায়াবেটিস পরীক্ষার মতো), কেননা এটি মনের ইচ্ছাধীন (self-identified) এবং কিছু প্রশ্নমালার (Questionnaire) ওপর জরিপ করে শনাক্ত করা হয়।